শিলিগুড়ি,২১ ফেব্রুয়ারিঃ বুধবার রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হল।
বুধবার সকালে বাংলা গানের মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর মঙ্গল প্রদীপ জ্বালানো হয় এবং শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও পাঁচজন শহীদের নামে পাঁচটি গাছ লাগানো হয় বাঘাযতীন পার্কে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। এছাড়াও শিলিগুড়ি তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিকেরাও এই অনুষ্ঠানে অংশ নেন।