শিলিগুড়ি, ৯ এপ্রিলঃ শহরের বিভিন্ন জায়গা থেকে চুরি করা হচ্ছিল হোডিং।থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতদের নাম উদিপ সিং, মানিক দাস এবং রাজকুমার ওরফে ভবেশ পাসওয়ান।তিনজনই শিলিগুড়ির বাসিন্দা।
জানা গিয়েছে, এখনও অবধি শহরের বিভিন্ন জায়গা থেকে ১০০ এর বেশি হোডিং চুরি হয়েছে।একটি চক্র বেশকিছুদিন ধরে এই কাজ করছিল।সংশ্লিষ্ট কোম্পানি বিষয়টি জানতে পেরে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ।এরপর সিসিটিভি ক্যামেরার সাহায্যে ২৪ ঘণ্টার মধ্যে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবেশ পাসওয়ান এক কুখ্যাত অপরাধী।শহরে হোডিং চুরি কান্ডের মূল অভিযুক্ত।শহরের বিভিন্ন জায়গা থেকে হোডিং চুরি করে হোডিং এর লোহার রড বিক্রি করতো তারা।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।