লকডাউনের মধ্যে হচ্ছে না মদের হোম ডেলিভারি।জানিয়ে দিল কলকাতা পুলিশ।বুধবার বিকেলে চাউর হয়ে গিয়েছিল যে লকডাউনের মধ্যে বুধবার থেকেই কলকাতায় মদের হোম ডেলিভারি করা হবে।কিন্তু কলকাতা পুলিশ জানিয়েছে, এ খবর সত্যি নয়।মদের কোনও রকমের হোম ডেলিভারি করা হবে না।
যদিও নবান্নের একটি সূত্রের খবর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বণিকসভা, পর্যটন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠকে বসবেন।সেখানে এই হোম ডেলিভারির বিষয় নিয়ে আলোচনা হতে পারে।তারপরেই জানা যাবে, আদৌ মদের হোম ডেলিভারি করা হবে কি না।
অন্যদিকে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল, বুধবার থেকেই শুরু হবে এই সুবিধা।তবে, এই নিয়ম শুধুমাত্র কলকাতার জন্য।নিকটবর্তী দোকানে অর্ডার দিলেই বাড়িতে মদ পৌঁছে দিয়ে আসা হবে।তবে কোনওভাবেই মদ কিনতে দোকানে যাওয়া চলবে না।সকাল ১১টা থেকে দুপুর দুটোর মধ্যে ফোন করে মদের অর্ডার দেওয়া যাবে।আর সেই মদই দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার মধ্যে বাড়িতে এসে পৌঁছে দেবে সেই দোকানের কর্মীরা।
সেইসঙ্গে এমনও বলা হয়েছিল, স্থানীয় থানা থেকে নির্দিষ্ট দোকানের মালিককে পাস করাতে হবে মদের ডেলিভারি করার জন্য।একটি দোকান বা হোটেলকে সর্বোচ্চ তিনটি পাস দেওয়া হবে।সেই বিশেষ পাসে ওসি কিংবা অ্যাডিশনাল ওসির সই থাকবে।তবে শুধু অফ শপই নয়, অন শপ, হোটেল, বার, রেস্তরাঁ থেকেও মদের হোম ডেলিভারি করা হবে।
কিন্তু এদিন বিকেলে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা জানান, এর কোনও সত্যতা নেই।তিনি বলেন, ‘এটা অসত্য খবর।’
(ইন্টারনেট চিত্র)