ধূপগুড়ি,৪ ডিসেম্বরঃ ধূপগুড়ি ব্লকের হলদিবাড়ি চা বাগানের মণিপুর লাইনের ৩ নম্বর সেকশন থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ।
শুক্রবার সকালে চা বাগানের কয়েকজন শ্রমিক নদীতে মাছ ধরতে গিয়ে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।এরপরই ঘটনার খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি অনারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী, বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় ও মরাঘাট রেঞ্জ অফিসার রাজ কুমার পাল।
বনদপ্তর সূত্রে খবর, একটি বিদ্যুতের তার নিচে ঝুলে ছিল।সেই তারের সংস্পর্শে এসে হাতিটির মৃত্যু হয়েছে।হাতির মৃত্যুর জন্য চা বাগান কর্তৃপক্ষকে দায়ী করেছেন জলপাইগুড়ি অনারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন।ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বনদপ্তরের শীর্ষ আধিকারিকেরা।