নকশালবাড়ি, ১৬ মার্চঃ হোলি খেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা।পরপর ২টি বাইকে দুর্ঘটনায় গুরুতর জখম ৫ জন।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির হাতিঘিসা এলাকায়।
জানা গিয়েছে, একটি বাইকে ৪ জন ফাঁসিদেওয়ার কমলা চা বাগান থেকে অর্ড চা বাগানে যাচ্ছিল।অন্যদিকে নকশালবাড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একজন।হাতিঘিসা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইক দুর্ঘটনা ঘটে।যার জেরে ৫ জনই গুরুতর জখম হয়।আহতদের নাম অভিলব কেরকেট্টা, সুমেষা ছেত্রী, বিফনী ওঁরাও, অর্পিত ওঁরাও এবং সঞ্জয় রাওয়াত।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।