আলিপুরদুয়ার, ১৯ জুনঃ আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহাসিক হলং বন বাংলোতে ভয়াবহ অগ্নিকান্ড।পুড়ে হয়ে গিয়েছে গোটা বাংলো।ঘটনার পর তদন্তে এলেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি।এদিন তার সঙ্গে ছিলেন জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও পারভিন কাসওয়াঁ।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এই হলং বাংলোতে।কাঠের ঘর থাকায় আগুন দাউদাউ করতে জ্বলতে থাকে।পুড়ে ছাই হয়ে যায় গোটা বাংলা।
এই ঘটনার পরই পর্যটন ব্যবসায়ীরা থেকে বহু মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।জাতীয় উদ্যান বন্ধ থাকায় বাংলোতে কোনও পর্যটক ছিলেন না।তবে কিভাবে বাংলোতো আগুন লাগলো তার তদন্ত চাইছেন সকলেই।
এই ঘটনার পরই আজ গোটা বিষয় খতিয়ে দেখতে আসেন মুখ্য বনপাল ভাস্কর জেভি।তিনি বলেন, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকান্ড হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।তবে বিষয়টি নিয়ে তদন্ত হবে।