ইসলামপুর, ২৭ মার্চঃ লকডাউন চলাকালীন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।বৃহস্পতিবার রাতে জেলাশাসক অরবিন্দ কুমার মীনা একটি ভিডিও বার্তার মাধ্যমে হোম ডেলিভারি পরিষেবা শুরু করার কথা বলেন।
তিনি বলেন, বাজার এবং দোকানগুলিতে মানুষের ভিড় কমানোর জন্য হোম ডেলিভারির ব্যবস্থা শুরু করার কথা ঘোষণা করা হয়েছে।ব্যবসায়ী প্রতিষ্ঠান, পৌরসভা এবং প্রশাসন যৌথ উদ্যোগে এই ব্যবস্থা শুরু করা হয়।
জানা গিয়েছে, জেলার সমস্ত পৌরসভা ও ব্লক এলাকার জনসাধারণের জন্য এই পরিষেবা শুরু হয়েছে।