শিলিগুড়ি,১২ জুনঃ শিলিগুড়িতে হোম আইসোলেশনে থেকেই উপসর্গহীন করোনা রোগীরা করাতে পারবেন চিকিৎসা।ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।সেইমতো শিলিগুড়িতেও বেশকিছু রোগী যাদের কোনরকম করোনা উপসর্গ নেই এবং অন্য কোনও রোগ নেই ও তাদের আলাদা ঘর রয়েছে আলাদা বাথরুম রয়েছে সেই রোগী চাইলেই বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারবেন।
আজ দার্জিলিং জেলাশাসক এস. পন্নমবলম জানিয়েছেন,শিলিগুড়িতে ইতিমধ্যেই বেশকিছু রোগী নিজেরাই বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন।তবে তারা চাইলে একজন অ্যাটেন্ডেন্ড রাখতে পারবেন,যারা তাদের খাওয়ার দিবে এবং ঘন-ঘন শরীরের তাপমাত্রা পরীক্ষা করবে।পাশাপাশি হোম আইসোলেশনে থাকা রোগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা এবং ডাক্তাররা।যদি কোনওসময় দেখা যায় এই রোগীদের কোনও উপসর্গ দেখা দিয়েছে তবে সঙ্গে-সঙ্গে তাদেরকে কোভিড হাসপাতালে ভর্তি করা হবে।
ইতিমধ্যেই জেলাশাসক জানিয়েছেন,শিলিগুড়িতে বেশকিছু রোগী যারা বাড়িতে রয়েছেন তারা সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন এবং আশা করা হচ্ছে শীঘ্রই তারা করোনামুক্ত হবেন।