রাজগঞ্জ ৮ এপ্রিলঃ প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন।তবে তার আগেই রাজ্যে শুরু হয়েছে বাড়িতে বসে ভোটদান বা হোম ভোটিং প্রসেস।
আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।জানা গিয়েছে, প্রথম দফার ক্ষেত্রে গত ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোট নেওয়ার পর্ব।চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকেও হোম ভোটিং প্রসেস শুরু হয়েছে।
এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রিটার্নিং অফিসার তার সহযোগীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিতে শুরু করেছেন।সোমবার রাজগঞ্জের সাহুডাঙ্গি এলাকায় ভোটগ্রহণ হয়।৮৫ বছর বয়সের বেশি প্রবীণরা এবং অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি, পুলিশ, দমকল, রেলকর্মী সহ এই ধরনের ১৮টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা এই পর্বে ভোটদান করছেন।
তবে যারা বাড়িতে বসে ভোট দিতে চান, তাদেরকে আগাম আবেদন করতে হবে। সেই আবেদন গৃহীত হলে দুজন নির্বাচনী অফিসার যাবেন ভোটগ্রহণ করাতে।এদের মধ্যে একজন রিটার্নিং অফিসার, একজন ভিডিয়োগ্রাফার এবং নিরাপত্তারক্ষী থাকবেন।