শিলিগুড়ি, ২৩ এপ্রিলঃ বিশ্ব হোমিওপ্যাথি দিবস ও হোমিওপ্যাথির জনক চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮তম জন্মজয়ন্তী পালন করা হল।
রবিবার শিলিগুড়ি হোমিওপ্যাথিক ডক্তরর্স ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এর উদ্যোগে শিলিগুড়ি মহকুমা পরিষদের হল ঘরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।প্রদীপ প্রজ্বলন ও ফুল দিয়ে চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যানকে শ্রদ্ধা জানান উপস্থিত চিকিৎসকেরা।হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করেন চিকিৎসকেরা।
এই বিষয়ে সংগঠনের সম্পাদক ডক্টর অভিজিৎ রায় জানান, মানুষকে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ করে তোলা যায় সেটাই লক্ষ্য।এই বিষয়ের ওপর বিষেশ আলোচনা হয়েছে।পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসার দিকে মানুষের ঝোঁক বাড়ছে এই কথাও জানান তিনি।