আমবাড়ি, ২৮ নভেম্বরঃ ক্রেতা সেজে বনকর্মীদের অভিযান।৬ টি হরিণের শিং সহ দুজনকে গ্রেফতার করলো আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালি বস্তি থেকে হরিণের সিং গুলি উদ্ধার করা হয়। এক একটি হরিনের শিং প্রায় দুই থেকে আড়াই ফুট লম্বা। হরিণের শিং পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।
এই বিষয়ে আমবাড়ির রেঞ্জার আলমগীর হক বলেন, আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে হরিণের শিং পাচার হবে। আমরা ক্রেতা সেজে তাদের কাছ থেকে এই হরিনের শিং ক্রয় করতে যাই।সেইসময় ফাঁড়াবাড়ি নেপালী বস্তি এলাকা থেকে ছয়টি হরিণের সিং সহ বিক্রি করতে আসা দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।