আলিপুরদুয়ার, ১০ ফেব্রুয়ারিঃ আলিপুরদুয়ারের মজিদ খানা হাইস্কুলে পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী।পরীক্ষার্থীকে ভর্তি করা হয় যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে।পরবর্তীতে হাসপাতালে বসেই নির্বিঘ্নে পরীক্ষা দেয় সেই পরীক্ষার্থী।
জানা গিয়েছে, সলসলাবাড়ী হাইস্কুলের ছাত্রী গুলশান পরীক্ষা কেন্দ্র পড়ে মজিদখানা হাইস্কুলে।এদিন পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে সে।এরপর তড়িঘড়ি তাকে যশোডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় হাসপাতালে বসেই পরীক্ষা দেয় সেই পরীক্ষার্থী।পরীক্ষা ভালোই হয়েছে বলে জানায় গুলশান বানু।শ্বাসকষ্ট হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।