নকশালবাড়ি, ২২ জুনঃ নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্তবর্তী ঝাপু জোত এলাকায় দলছুট হস্তি শাবককে উদ্ধার করল বনদপ্তর।
জানা গিয়েছে, এদিন ঝাপু জোত এলাকায় হস্তিশাবকের খবর পেয়ে টুকরিয়াঝাড় ও বাগডোগরা বনবিভাগ ঘটনাস্থলে পৌঁছে শাবকটিকে জালবন্দী করে।পরে হস্তিশাবকটিকে উদ্ধার করে বাগডোগরা বিমানবন্দরের টাইপু বিট অফিসে পাঠানো হয়।
স্বাস্থ্য পরীক্ষার পর হাতিটিকে বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গিয়েছে।