রাজগঞ্জের বেলাকোবায় হোটেল ও দোকানে বিডিও’র অভিযান, পচা খাবার পেতেই কর্মীকে ধমক  

রাজগঞ্জ, ৭ ডিসেম্বরঃ খাবারের গুনগতমান যাচাই করতে বিভিন্ন হোটেল ও দোকানে হানা রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের।


বুধবার পঞ্চায়েত অফিসের পর আজ রাজগঞ্জের বেলাকোবা বাজার ও বটতলা মোড়ের বিভিন্ন হোটেল, ফাস্টফুডের দোকান ও মিষ্টির দোকানে হানা দেন তিনি।বেশকয়েকটি দোকানের ফ্রিজে পচা দুর্গন্ধ ছড়ানো খাবার দেখতে পান। ধমক দিয়ে হোটেল কর্মীদের সেই খাবার ফেলে দিতে দেখা যায় বিডিওকে।এর পাশাপাশি বেলাকোবা কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারের মান যাচাই করেন তিনি।

এই বিষয়ে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বলেন, আমরা মাঝে মধ্যেই সংবাদমাধ্যমে জানতে পারি যে বিভিন্ন জায়গায় বাসী খাবার খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন। তাই আজ বেলাকোবার বিভিন্ন মিষ্টির দোকান, হোটেল সহ ফাস্টফুডের দোকানে অভিযান চালালাম। সেই অভিযানে দেখা গেল যে কয়েকদিনের বাসী খাবার ফ্রিজে রাখা রয়েছে। সেই পঁচা খাবারগুলি হোটেলের কর্মীদের দিয়ে ফেলে দেওয়া হল। আগামীতে কেউ পচা, নষ্ট খাবার গ্রাহকদের খাওয়ালে দোকানদারদের বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি যতদিন রাজগঞ্জের বিডিও হিসেবে আছি এভাবেই অভিযান চলতে থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom girişcasibom