শিলিগুড়ি, ৯ জুনঃ দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছে এনজেপি স্টেশনের হকাররা।এমনই অভিযোগ তুলে শুক্রবার আন্দোলনে সরব হল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
অভিযোগ, এনজেপি সহ অন্যান্য বিভিন্ন জায়গায় হকারদের ওপর অত্যাচার চালাচ্ছে আরপিএফ।এই নিয়ে বিগত সময়ে আরপিএফ আধিকারিকের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি।এই কারণে হকারদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে শুক্রবার ফের আন্দোলনে সরব হয় আইএনটিটিইউসি এনজেপি শাখা।
এদিন আইএনটিটিইউসি’র এনজেপি শাখা সম্পাদক সুজয় সরকার ও জেলা সম্পাদক নির্জল দে এর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।মিছিল করে রেলওয়ে পুলিশ দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
এই বিষয়ে দার্জিলিং জেলা আইএনটিটি ইউসি’র জেলা সম্পাদক নির্জল দে জানান, রেল দপ্তর গরীব খেটে খাওয়া হকারদের উপর অত্যাচার করছে।অবিলম্বে যদি এই ধরনের কার্যকলাপ রেল বন্ধ না করলে লাগাতার ধর্নায় বসবেন তারা।