শিলিগুড়ি, ২৪ মেঃ উচ্চমাধ্যমিকে জোড়া সাফল্য শিলিগুড়িতে। রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অষ্টম শিলিগুড়ির সিরিন আলম। শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী সিরিন।
বুধবার মেধা তালিকায় সিরিনের নাম ঘোষণা হতেই খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। হায়দারপাড়ার বাসিন্দা সিরিন। আর্টসের ছাত্রী। আগামীতে আইএফএস( IFS)হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর।সিরিনের বাবা শামসুল আলম মুরলীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি জানান, মেয়ের এমন ফলে খুব খুশি। মেয়ের ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ঝোক ছিল।