রাজগঞ্জ, ১০ জুনঃ অভাবের সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল রাজগঞ্জের পূজা বর্মনের।তার প্রাপ্ত নম্বর ৪৮১।রাজগঞ্জের সারিয়াম যশোধর উচ্চবিদ্যালয়ের ছাত্রী।স্কুলের মধ্যে প্রথম হয়েছে সে।তার ইচ্ছে ভূগোল নিয়ে পড়াশোনা করার।পুলিশ হওয়ার স্বপ্ন রয়েছে পূজার।
রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার বাবলু বর্মনের মেয়ে পূজা।বাবলু বাবু মিস্ত্রির কাজ করেন। সামান্য কিছু উপার্জনে সংসার চলে তাদের।স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে সংসার।বহু কষ্টে এক মেয়েকে বিয়ে দিয়েছেন।মেয়ের সাফল্যে খুশি হলেও আগামীতে পড়াশোনার খরচ কিভাবে যোগাবেন সেই চিন্তায় পড়েছেন তিনি।
পূজা জানায়, ভালো নম্বর নিয়ে পাশ করে খুব ভালো লাগছে।আগামীতে ভূগোল নিয়ে পড়াশোনা করার ইচ্ছে। পুলিশ অফিসার হতে চাই।বাবা অনেক কষ্ট করে কাজ করে আমাদের পড়াশোনা করাচ্ছেন ও সংসার চালাচ্ছেন। তাই বড় হয়ে কিছু করে পরিবারের পাশে দাড়াতে চাই।
পূজার বাবা বাবলু বর্মন জানান, মেয়ের ফলাফলে খুব খুশি। মেয়ে আগামীতে আরো পড়াশোনা করতে চায়।পুলিশ অফিসার হতে চায়। আমি সামান্য মিস্ত্রির কাজ করি।কিন্তু অর্থের অভাবে মেয়ের স্বপ্ন পূরণ হবে কি না তা নিয়ে চিন্তায় রয়েছি। তাই সাহায্যের আর্জি জানিয়েছে পরিবারটি।