শিলিগুড়ি, ১০ জুনঃ উচ্চমাধ্যমিকে স্কুলের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী করল দুই বোন।শিলিগুড়ির ভারতী হিন্দি হাইস্কুলের ছাত্রী সাধনা শর্মা এবং হেমা কুমারী শর্মা।ছোটো বোন সাধনা শর্মা ৪৫৫ এবং বড় বোন হেমা কুমারী শর্মা ৪৫০ পেয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছে।দুই মেয়ের সাফল্যে খুশি পরিবার।
ইলেকট্রিক মিস্ত্রি মহেশ শর্মার দুই মেয়ে সাধনা এবং হেমা।দুই মেয়েকে পড়াশোনা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন মহেশ বাবু।তিনি জানান, আশা ছিল দুই মেয়েই ভালো ফল করবে।দুজনেরই ইচ্ছে ডাক্তার হওয়ার।তাদের এই ইচ্ছেকে পূরণ করার চেষ্টা করবো।
সাধনা ও হেমা জানায়, আগামীতে ইচ্ছে রয়েছে ডাক্তার হওয়ার।এই স্বপ্নকে পূরণ করার আপ্রান চেষ্টা করবো।তবে এই স্বপ্ন পূরণে আর্থিক সমস্যা হয়ে দাঁড়াবে।এই কারণে সরকারি স্কলারশিপের আশায় রয়েছে তারা।
