রাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারিঃ কিডনির অসুখে ভুগছে জলপাইগুড়ির বেলাকোবার সাহেববাড়ি গ্রামের ছাত্র উচ্চমাধ্যমিক পরিক্ষার্থী মৃণাল রায় ( ১৯ )।অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না।
মুদিপাড়া হাইস্কুলের ছাত্র মৃণাল এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে।অসুখে শরীর ভেঙে পড়লেও মনোবল ভাঙেনি।অসুস্থতা ও অভাবের সঙ্গে লড়াই করে পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে ।বড়ো হয়ে গরিব বাবা-মায়ের পাশে দাঁড়ানোই তার ইচ্ছা।
সাহেববাড়ি গ্রামের রমেশ রায়ের ছেলে মৃণাল।রমেশ বাবু দিনমজুর।তিন ছেলে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার।অন্য দুই ছেলেও দিনমজুরের কাজ করেন।রমেশ বাবু বলেন, ২০১৩ সালে মৃনালের কিডনির অসুখ ধরা পড়ে।এরপর বিভিন্ন হাসপাতাল এবং দক্ষিণ ভারতেও চিকিৎসার জন্য নিয়ে গিয়েছেন।কিন্তু ছেলেকে সুস্থ করে তুলতে পারেননি। চিকিৎসা করিয়ে সম্বল প্রায় শেষ হয়ে গিয়েছে।ডায়ালাইসিস করার জন্য চিকিৎসক পরামর্শ দিলেও অর্থের অভাবে করাতে পারছেন না।তাই সাহায্যের আর্তি জানিয়েছেন মৃণাল ও তার পরিবারের সদস্যরা।