জলপাইগুড়ি,৫ মার্চঃ ১২ মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, চলবে ২৭ মার্চ পর্যন্ত। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার পরীক্ষা কেন্দ্রে থাকছে চিফ ইনভিজিলিটর।
এবছর জলপাইগুড়ি জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৯৬২৫ জন। এরমধ্যে ছাত্রর সংখ্যা ৮১৩৬ জন এবং ছাত্রীর সংখ্যা ১১৪৮৯ জন। প্রধান ভেনু ১৭টি। এর অধীনে রয়েছে ৭২ টি সেন্টার। সেনসিটিভ ভেনু রয়েছে ১৪ টি। এই ভেনুগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকছে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোন শিক্ষক-শিক্ষিকা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এর জন্য থাকছে বিশেষ নজরদারি। সকল ছাত্র-ছাত্রীদের নির্ভয়ে পরীক্ষা দেবার জন্য বলেছেন জলপাইগুড়ি উচ্চমাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক সুবীর চৌধুরী।