রাজগঞ্জ, ১১ জুনঃ উচ্চমাধ্যমিকে ব্লক সেরা বেলাকোবার তৃষ্ণা রায়কে ল্যাপটপ দিয়ে সংবর্ধনা দিলেন বিডিও প্রশান্ত বর্মণ।
মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাড়ার বাড়িতে গিয়ে ল্যাপটপ দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তৃষ্ণা রায়কে আগামীতে সবরকম সাহায্য করার আশ্বাস দেন বিডিও।এদিন বিডিও সঙ্গে ছিলেন বিদ্যালয় পরিদর্শক সাজ্জাদ হোসেন।
রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের মালিপাড়ার বাসিন্দা কুসুমেশ্বর রায়ের ছোট মেয়ে তৃষ্ণা।মা চা শ্রমিক, বাবা ছোট ব্যবসা করেন।তিন মেয়েকে নিয়ে পাঁচজনের সংসার তাদের।বেলাকোবা গার্লস হাইস্কুলের ছাত্রী তৃষ্ণা রায় এবছর ব্লক সেরা হয়েছে।তার প্রাপ্ত নম্বর ৪৭৯।আগামীতে WBCS নিয়ে পড়াশোনা করে বিডিও হতে চায় সে।আজ বাড়িতে গিয়ে তৃষ্ণার সঙ্গে দেখা করলেন বিডিও প্রশান্ত বর্মণ।
এদিকে বিডিও কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুশি তৃষ্ণা।
এই বিষয়ে প্রশান্ত বর্মণ বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের কাছে এই ছাত্রীর কথা জানতে পারি।অসহায় পরবিবারের মেয়ে উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল করেছে। অনেকদিন আগেই এই কৃতি ছাত্রীর বাড়িতে আসার ইচ্ছে ছিল। কিন্তু নির্বাচনী আচরণবিধির জন্য আসা হয়ে ওঠেনি।আজ তৃষ্ণা রায়ের বাড়িতে এসে তাকে একটি ল্যাপটপ দিয়ে সংবর্ধনা দেওয়া হল।আগামীতে WBCS অফিসার হতে চায় সে।তাকে সবরকমভাবে সাহায্য করা হবে বলে জানান তিনি।