শিলিগুড়ি, ১৪ মার্চঃ মঙ্গলবার থেকে শুরু হল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।নির্ধারিত সময় মেনেই সকাল ১০টা থেকে শুরু হয়েছে পরীক্ষা।করোনা সংক্রমণের পর পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পেরে খুশি পড়ুয়ারা।
জানা গিয়েছে, এবছর দার্জিলিং জেলা সমতলের মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৫,২০১ জন। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৬,০৩২ জন ও ছাত্রীর সংখ্যা ৯,১৬৯ জন।মোট পরীক্ষাকেন্দ্র রয়েছে ৩৯টি এবং স্পর্শকাতর কেন্দ্র রয়েছে দুটি।সমস্ত পরীক্ষাকেন্দ্রেই পুলিশের রয়েছে।নিয়ম মেনেই পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা।
