বাগডোগরা, ৩ মার্চঃ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরও গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল বনদফতর।
এদিন বনদফতরের উদ্যোগে টিপুখোলা, তিরহানা, এমএম তরাই, অর্ড, পানিঘাটা সহ জঙ্গল ঘেরা এলাকায় সরকারি বাসের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।অন্যদিকে জঙ্গলে হাতির দিকেও নজরদারি রয়েছে বনকর্মীদের।
সরকারি বাসের পাশাপাশি বনদফতরের গাড়ির মাধ্যমে পৌছে দেওয়া হয় পরীক্ষার্থীদের।সরকার ও বনদফতরের উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা।
