শিলিগুড়ি,২৩ জুলাইঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে খুশি নয় পড়ুয়ারা।রেজাল্ট নিতে গিয়ে দেখলেন যে মূল্যায়ননীতি অনুযায়ী প্রায় ২০ থেকে ২৫ নম্বর কম পেয়েছেন তারা।এই নিয়েই শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্ররা ক্ষোভ প্রকাশ করলেন।বেশকিছু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর যেভাবে মূল্যায়ন হওয়া উচিত সেই অনুযায়ী হলেও নম্বর কম এসেছে বলে দাবি করেছেন পড়ুয়ারা।বিষয়টি নিয়ে তারা এদিন স্কুলের টিচার ইনচার্জকে একটি স্মারকলিপিও দিয়েছেন।
পড়ুয়াদের অভিযোগ, মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর রেজাল্ট অনুসারে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন করার কথা জানিয়েছিল সংসদ।কিন্তু রেজাল্ট পাওয়ার পর দেখা যাচ্ছে, যে নম্বর তারা পেয়েছেন তাতে তাদের হিসেব অনুযায়ী ২০ থেকে ২৫ নম্বর কম পেয়েছেন তারা।এই বিষয়টি স্বীকারও করে নিয়েছেন বরদাকান্ত বিদ্যাপীঠ হাইস্কুলের টিচার ইনচার্জ।বিষয়টি তিনি কাউন্সিলকেও জানাবেন বলে জানিয়েছেন।