শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ ইস্টার্ন বাইপাস সংলগ্ন লোকনাথ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি মালবাহী পিকআপ ভ্যান।ঘটনায় হতাহতের কোন খবর নেই।
জানা গিয়েছে, উল্টো দিক থেকে আসা একটি টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মালবাহী পিকআপ ভ্যানটি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ ও আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। পরে ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করা হয়।ঘটনায় কেউ আহত হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, ইস্টার্ন বাইপাসে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পর পুলিশ সক্রিয় হলেও কিছুদিন পর আবার একই অবস্থা ফিরে আসে।রাস্তার আলো না থাকায় দুর্ঘটনা ঘটছে।
