শিলিগুড়ি,১০ জুনঃ নিজের লক্ষ্যের কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোনও বাঁধাই নয়।সেটাই যেন প্রমাণ করে দেখালো শিলিগুড়ির রেনেসাঁ।উচ্চমাধ্যমিকে শিলিগুড়ি গার্লস হাইস্কুলে প্রথম স্থান অধিকার করল দৃষ্টিহীন রেনেসাঁ দাস।তার প্রাপ্ত নম্বর ৪৮৪।স্বপ্ন ডব্লিউবিসিএস অফিসার হওয়ার।
শিলিগুড়ি গার্লস হাইস্কুলের কলা বিভাগের ছাত্রী রেনেসাঁ দাস শিলিগুড়ি পূর্ব বিবেকনন্দপল্লীর ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।বাবা বিশ্বজিৎ দাস একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত।মা বর্ণালী দাস গৃহবধূ।এক ছেলে ও মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন।তিনবছর বয়স থেকেই দৃষ্টিহীন রেনেসাঁ।ব্রেইল পদ্ধতিতে পড়াশোনায় হাতেখড়ি।

স্কুলে নিজেকে আর পাঁচজনের মতো সমান ভেবেই পড়াশোনা চালিয়ে যেত রেনেসাঁ।পড়াশোনার পাশাপাশি গান-বাজনা,কবিতা ও গল্প লিখতেও আগ্রহী সে।উচ্চমাধ্যমিকে তার নজরকাড়া ফলে খুশি বাবা-মা সহ স্কুল শিক্ষিকারা।
রেনেসাঁ জানায়,আমি খুবই আনন্দিত।আমার নির্দিষ্ট পড়ার কোনো সময় ছিল না।শিক্ষক-শিক্ষিকারাও আমাকে সহযোগিতা করেছেন।
রেনেসাঁর মা বর্ণালী দাস বলেন, প্রতিবন্ধকতা তো আছেই কিন্তু আমি এই প্রতিবন্ধকতাকে কোন সময়ে অক্ষমতা বলে মনে করিনি।আমার মেয়েকে আর দশটা মেয়ের মতোই আমি স্বাভাবিক দেখেছি।আমরা সবাই ভীষণ খুশী।ভবিষ্যতের ওর স্বপ্ন পূরণের জন্য যদি কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করেন তাহলে ওর স্বপ্ন ভালো ভাবে সফল হবে।
