শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ বালাসনে বেইলি ব্রিজের পর হিউম ব্রিজের কাজও প্রায় শেষ পর্যায়ে।
জানা গিয়েছে, ৭০ লক্ষ টাকা ব্যয় করে এই হিউম ব্রিজ এবং রাস্তা তৈরি করা হচ্ছে।৩ দিনের মধ্যেই ৪৬ মিটার লম্বা হিউম ব্রিজের কাজ শেষ হয়ে যাবে।২০০মিটার রাস্তাও তৈরি করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, হিউম ব্রিজের ওপর বিশেষ নজরদারি রয়েছে প্রশাসনের।ইতিমধ্যেই ব্রিজের ওপর দিয়ে ট্রায়াল রানও করা হয়েছে।কিভাবে ব্রিজে যাতায়াত এবং ট্রাফিক কন্ট্রোল করা হবে তার সমস্ত ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন।
এই বিষয়ে ব্রিজ নির্মানকারী কোম্পানির ডিরেক্টর শান্তুনু গুহ বলেন, ব্রিজের কাজ শেষ পর্যায়ে।৩ দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।রাস্তা এবং ব্রিজের পিচ করার কাজ আগামীকাল শুরু হবে।