ফুলবাড়ি,৪ জুলাইঃ বেহাল অবস্থা ফুলবাড়ির সিপাহী পাড়া এলাকার রাস্তার।বর্ষায় রাস্তার মাঝে থাকা গর্তে জল জমে তৈরী হয়েছে ছোটখাটো পুকুর। সমস্যায় পড়ছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা।অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে শামিল হলেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা।
শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের ক্যানেল রাস্তা থেকে ভালোবাসা মোড় যাওয়ার রাস্তার মাঝে সিপাহী পাড়া এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই বেহাল রাস্তার জমা জলের মধ্যে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা।
বিক্ষোভকারীদের মধ্যে কোয়েল মজুমদার ও গার্গী রায় চৌধুরী জানান, এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার মাঝে বড়-বড় গর্ত তৈরি হয়েছে।বৃষ্টিতে সেই গর্তে জল জমে পুকুরে পরিণত হয়েছে। বাড়ির ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে। এই জমা নোংরা জল দিয়ে যাতায়াত করতে গিয়ে বাচ্চাদের নানা রকম স্কিনের সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া এই রাস্তা দিয়ে প্রতিদিন ছোট-খাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। আমরা চাই শীঘ্রই রাস্তা মেরামত করা হোক।