শিলিগুড়ি,২০ জুনঃ অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুরনিগম।বৃহস্পতিবার ৪৩ নম্বর ওয়ার্ডের ভানুনগর এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরনিগম।
অভিযোগ, ভানুনগর এলাকার বাসিন্দা সন্তোষ শাহ্ কোনোরকম বৈধ প্ল্যান ছাড়াই দুতলা বাড়ি বানিয়েছিলেন।পুরনিগমে এই বিষয়ে অভিযোগ জমা পড়ে।এরপরই এই বিষয়ে হাইকোর্টে মামলা চলছিল।গত ১১ জুন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয়।এরপরই পুরনিগমের তরফে অবৈধ নির্মাণ ভাঙতে যাওয়া হয়।কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে স্টে অর্ডারের জন্য সুপ্রিম কোর্টে আপিল করে সন্তোষ শাহ্।এরপর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে এই মামলার শুনানি জানানো হয়।স্টে অর্ডার খারিজ করে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।এরপরই এদিন ভানুনগরে গিয়ে ওই অবৈধ নির্মাণটি ভেঙে দেয় পুরনিগমের কর্মীরা।