শিলিগুড়ি, ১ আগস্টঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করল শিলিগুড়ির হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব।
শিলিগুড়ির হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব তাদের ৫৩তম বর্ষে ‘আমরা গাই প্রকৃতির গান,বাঁচাবো সবুজ হাসবে প্রাণ’ থিমের মধ্য দিয়ে এবছর দুর্গাপুজোর পুনরায় চমক দিতে চলেছে শহরবাসীকে।সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজো করেন ক্লাবের সদস্যরা।
এদিন হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের সম্পাদক নিমাই পাল জানালেন, এবারে আমাদের পুজোর থিম পরিবেশ নিয়ে।শহরে যেভাবে দিন প্রতিদিন আট্টালিকা বেড়ে চলেছে তাতে করে আগামী প্রজন্ম হয়তো গাছের মুখই দেখবে না।সেই ভাবনাকে সামনে রেখে এবার থিম পুজোর আয়োজন করেছি।
এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার,মেয়র পারিষদ দুলাল দত্ত,মানিক দে, মুন্না প্রসাদ, পিঙ্কি সাহা সহ অন্যান্যরা।