শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ যানজট ও পার্কিং সমস্যা মেটাতে এবার শিলিগুড়ির বিধান মার্কেটে হাইড্রোলিক পার্কিং ব্যবস্থা করার সিদ্ধান্ত এসজেডিএ এর।
ইতিমধ্যেই এসজেডিএ এর তরফে এই অত্যাধুনিক পার্কিং ব্যবস্থার জন্য টেন্ডার ডাকা হয়েছে। ইঞ্জিনিয়ারদের দিয়ে সার্ভেও করানো হয়েছে।বিধান মার্কেটে পুরোনো বাসস্ট্যান্ডের কাছে এই হাইড্রোলিক পার্কিং করা হবে।যেখানে চারচাকা গাড়িগুলি রাখা হবে।
মূলত বিধান মার্কেটে কেউ বাজার করতে আসলে গাড়ি কোথায় রাখবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান।বাধ্য হয়ে বিধান রোড জুড়ে গাড়ি রেখে দেওয়ায় যানজট বাড়ছে।সেকারণে এই অত্যাধুনিক পার্কিং ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসজেডিএ এর ভাইস চেয়ারম্যান নান্টু পাল জানান টেন্ডার ডাকা হয়েছে।৮০-১৫০ গাড়ি সেখানে যাতে পার্কিং করা যায় সেকথা বরাতপ্রাপ্ত সংস্থাকে বলা হবে।আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই নতুন পার্কিং ব্যবস্থা গড়ে উঠবে।যদিও কাঞ্চনজঙ্ঘা মেলা গ্রাউন্ডের একাংশ পার্কিংয়ের জন্য ব্যবহার করার দাবি বহুদিন ধরে করে আসছেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা।