শিলিগুড়ি, ২ আগস্টঃ নকশালবাড়ির কোটিয়াজোতের দিনআনা দিনখাওয়া পরিবারের মেয়ে শম্পা বর্মন। বিভিন্ন প্রতিকূলতাকে হার মানিয়ে নিজের জেদ ও আত্ববিশ্বাসকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিকের ভালো ফল করে মেধাবী এই ছাত্রী। উচ্চ মাধ্যমিকে কলা বিভাগ থেকে ৪৩০ পেয়ে পাশ করেছে শম্পা।
আগামীতে আইন নিয়ে পড়াশোনা করার ইচ্ছে তার।তবে পারিবারিক অর্থনৈতিক অবস্থায় কিভাবে ভবিষ্যতে পড়াশোনা করবে সেই চিন্তায় ছিল এই ছাত্রী ও তার পরিবার।অর্থনৈতিক কারণে পড়াশুনা বন্ধের আশঙ্কার মধ্যে আশার আলোর মত তার পাশে এসে দাঁড়িয়েছে শিলিগুড়ির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিস(আইআইএলএস)কলেজ।
কলেজের রেজিস্টার সঞ্জয় ভট্টাচার্য জানান, শম্পার ৫ বছরের আইন পড়াশোনার জন্য তাদের কলেজ থেকে সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে।পাশাপাশি যে কোনরকম প্রতিবন্ধকতায় তার পাশে থাকার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই খবরে খুশি শম্পা ও তার পরিবার।