শিলিগুড়ি,৩০ জুনঃ শহরের অবৈধ হোর্ডিং খুলতে উদ্যোগী হল শিলিগুড়ি পুরনিগম।বৃহস্পতিবার এনজেপি স্টেশন রোড এলাকায় চারটি হোর্ডিং খোলা হয়।
শহর শিলিগুড়ি ঢেকে গিয়েছে বিজ্ঞাপনের হোর্ডিং এ।শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গজিয়ে উঠেছে বিজ্ঞাপনের লোহার স্ট্রাকচার।অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী পুরনিগমের বিজ্ঞাপনের কর ফাঁকি দিয়েই হোর্ডিং এর ব্যবসা শুরু করেছে।
ইতিমধ্যেই পুরনিগমের পক্ষ থেকে শহরজুড়ে অভিযান চালানো হচ্ছে।যারা পুরনিগমের ছাড়পত্র দেখাতে পারেননি তাদের নোটিশ পাঠানো হয়েছে।এদিন এনজেপি থানার বিশাল পুলিশবাহিনীকে সঙ্গে নিয়ে এনজেপি স্টেশন রোড এলাকায় অভিযান চালায় পুরকর্মীরা।এরপরই হোর্ডিং ভাঙার কাজ শুরু করে পুরকর্মীরা।এই অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন পুরনিগমের মেয়র পারিষদ মুন্না প্রসাদ।