শিলিগুড়ি, ৩০ জুনঃ শিলিগুড়ির ৩ নম্বর বরো অফিস কার্যালয়ের নুতন ভবনের কাজ শুরু হয়েছে।বর্তমানে শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে অস্থায়ীভাবে চলবে ৩ নম্বর বরো অফিস।শুক্রবার অস্থায়ী অফিসের সূচনা করলেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, ১ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে তৈরি করা হচ্ছে ৩ নম্বর বরো অফিস।ইতিমধ্যেই নতুন ভবনের কাজ শুরু হয়েছে।প্রায় দেড়বছর সময় লাগবে পুরো ভবন তৈরী হতে।যে কারণে আজ থেকে ৩ নম্বর বরো অফিস করা হয়েছে ইন্ডোর স্টেডিয়ামে।এদিন অস্থায়ী এই অফিসের সূচনা করলেন মেয়র সহ পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পারিষদ ও কাউন্সিলরেরা।
এদিন গৌতম দেব জানান, উন্নয়নে বিশ্বাসী এই রাজ্য সরকার।সেই কারনে বরো কমিটি গুলোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরোগুলিকে বছরে ১ কোটি টাকা করে দেওয়ার ভাবনা নিয়েছে পুরনিগম।এছাড়াও বরোর কাজে গতি আনার লক্ষ্যে নুতন ভবন তৈরী করা হবে।সেই কাজের অঙ্গ হিসেবে ৩ নম্বর বরো অফিসের কাজ শুরু হয়েছে।