কোচবিহার, ২৬ আগস্টঃ একদিকে বাইশগুড়ি আর অন্যদিকে বড়ভিটা গ্রাম।তার মাঝ বরাবর বয়ে চলেছে বুড়া ধরলা নদী।নদী পারাপারের একমাত্র অবলম্বন ছিল কলাগাছের ভেলা।কার্যত জীবন হাতে করেই নদী পারাপার করতে হত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের।
কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাতালহাট গ্রাম পঞ্চায়েতের মানুষদের কথা চিন্তা করে নদীর ওপর ফুট ব্রিজ নির্মানের সিদ্ধান্ত নিল গ্রাম পঞ্চায়েত প্রশাসন।২৩ লক্ষ টাকা ব্যয়ে এই ফুট ব্রিজ নির্মান করা হবে বলে জানা গিয়েছে।
বুধবার ফুট ব্রিজের নির্মাণ কার্যের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যান্যরা।
উল্লেখ্য, বুড়া ধরলা নদীর ওপারে প্রায় ৮টি গ্রাম সবজি উৎপাদনের জন্য বিখ্যাত।এখানকার অধিকাংশ মানুষ গোটা বছর বিভিন্ন সবজি উৎপাদন করে থাকেন।কিন্তু দীর্ঘদিন ধরে বুড়া ধরলা নদীর ওপর কোন ব্রিজ না থাকায় সমস্যায় পড়েন তারা।অবশেষে ফুট ব্রিজ নির্মানের সূচনা হওয়ায় খুশি বাসিন্দারা।এদিন এই ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এই ব্রিজ রূপায়িত হবার পর নতুন দিগন্ত খুলে যাবে।আর তার একমাত্র কারিগর মাতালহাট গ্রাম পঞ্চায়েত প্রশাসন।