শিলিগুড়ি, ৩০ এপ্রিলঃ রবিবার খালপাড়ায় শিলিগুড়ি হিন্দি হাইস্কুল ফর গার্লস বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণীকক্ষ, বিশ্রামাগার ও শৌচালয়ের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ হিন্দি ভাষী সমাজ ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহন করা হয়।সেই অনুযায়ী প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে শিলিগুড়ি হিন্দি হাইস্কুল ফর গার্লস স্কুলের বিভিন্ন কাজ করা হয়েছে।রবিবার শ্রেনীকক্ষ,শৌচালয়,বিশ্রামাগারের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।
এই বিষয়ে উত্তরবঙ্গ হিন্দি ভাষী সমাজের সভাপতি সঞ্জয় টিব্রুয়াল জানান, বহু পুরোনো এই বিদ্যালয়ের পরিকাঠামো অনেকটাই ভেঙে পড়েছে।এই কারণে নতুন রুপ দিতে এই বিদ্যালয়কে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহন করা হয়।দ্রুত সমস্ত কাজই সম্পন্ন করা হবে।