শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হল।
এদিন ফিতে কেটে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এর উপাচার্য ডঃ সুহৃতা পাল, ওএসডি ডঃ সুশান্ত রায়, শিলিগুড়ির মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডঃ ইন্দ্রজিৎ সাহা, সুপার ডঃ সঞ্জয় মল্লিক সহ অন্যান্যরা।
ওএসডি ডঃ সুশান্ত রায় জানান, কোনোদিন মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাব হয়নি। ২০০০ লিটার পার মিনিট পিএসএ অক্সিজেন উৎপাদনের সক্ষমতায় এই প্ল্যান্ট মেডিক্যালের সর্বত্র কাজ করবে।