শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ গ্যাসের সিলিন্ডার নিয়ে গৃহিণীদের সমস্যা চিরদিনের।অত্যধিক ওজন হওয়ায় বাড়িতে বিভিন্ন সমস্যায় পড়তে হত।সেই কথা মাথায় রেখে এবারে প্লাস্টিকের হাল্কা ওজনের ছোট গ্যাস সিলিন্ডার নিয়ে এল ইন্ডেন।
শুক্রবার বর্ধমান রোডের নারায়নী ইন্ডেন গ্যাস এজেন্সিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডব্লিউবিএসও এর এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড স্টেট হেড পরিতোষ ভারত ও ইন্ডিয়ান অয়েলের চিফ জেনারেল ম্যানেজার অভিজিৎ দে।এদিন প্রায় ১০০ জন গ্রাহকের হাতে এই অত্যাধুনিক গ্যাস সিলিন্ডার তুলে দেওয়া হয়।
ইন্ডিয়ান অয়েলের চিফ জেনারেল ম্যানেজার অভিজিৎ দে জানান, এখন থেকে গ্রাহকরা লোহার সিলিন্ডার এর বদলে এই সিলিন্ডার ব্যাবহার করতে পারবেন।এর জন্য নতুন করে গ্রাহককে কানেকশন নিতে হবে।যেকোন ড্রিস্ট্রিবিউটার এর কাছেই এই সুবিধা পাবেন গ্রাহকেরা।তিনি আরও জানান,১০ কেজি ও ৫ কেজি ওজনের এই সিলিন্ডার সম্পুর্নভাবে প্লাস্টিকের তৈরি।এরফলে সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে তা বাইরে থেকেই বুঝতে পারবেন গ্রাহকেরা।পাশাপাশি এর ওজন লোহার গ্যাস সিলিন্ডারের থেকে অনেকটাই কম, যার দরুন গৃহিনীরা সহজে সিলিন্ডারকে নারাচারা করতে পারবে।