করোনার জেরে বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত, ক্ষতির মুখে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলি  

রাজগঞ্জ, ২৭ এপ্রিলঃ করোনার জেরে ফের সীমান্ত দিয়ে মানুষের যাতায়াত বন্ধ।এরফলে মাথায় চিন্তার ভাঁজ ফুলবাড়ি সীমান্তের বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলির।


করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় দুসপ্তাহের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।২৬ এপ্রিল থেকে আগামী ৯ মে পর্যন্ত ফুলবাড়ি সীমান্ত দিয়ে মানুষের যাতায়াত বন্ধ থাকবে তবে পণ্য আমদানি–রপ্তানি চালু থাকবে।ফুলবাড়ি সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ হওয়ায় বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, ফুলবাড়ি সীমান্তের ওপর নির্ভরশীল অন্যান্য ব্যবসায়ী, টোটো ও ছোটো যাত্রীবাহী চালক এবং মালিকরা ক্ষতির মুখে।

মুদ্রা বিনিময় কেন্দ্রের মালিকরা বলেন, ফুলবাড়ি সীমান্তে ২২ টি বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে। করোনার জন্য গত ১৪ মাস থেকে দোকানগুলি বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে।আগে প্রতিদিন দুই দেশের মধ্যে অন্তত ৫০০ মানুষ যাতায়াত করতেন।গত বছরের মার্চ মাস থেকে ওই যাতায়াত তলানিতে ঠেকেছে।এই অবস্থায় ফের দুই সপ্তাহের জন্য মানুষের যাতায়ত নিষিদ্ধ হওয়ায় মুদ্রা বিনিময় কেন্দ্রগুলির ঝাঁপ বন্ধ হয়ে গেল।এরফলে দিশেহারা হয়ে পড়েছেন মালিক ও কর্মচারিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *