শিলিগুড়ি, ১১ অক্টোম্বরঃ বয়স মাত্র ১ বছর ৬ মাস।কথা তেমনভাবে স্পটও হয়নি।কিন্তু গড়গড় করে বলতে পারছে ফুল, ফল, পশু, পাখি সহ বিভিন্ন রঙ এর নাম।তাও আবার বাংলা ও ইংরেজিতে।সে কারণে এবারে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললো শিলিগুড়ির ছোট্ট মৃগাঙ্ক।
শিলিগুড়ির দক্ষিণ দেশবন্ধু পাড়ার বাসিন্দা মৃণাল শেঠ ও মালবিকা হাওলাদারের একমাত্র ছেলে মৃগাঙ্ক শেঠ।ছোট্ট মৃগাঙ্ক এখনও ঠিকঠাকভাবে হাটতেও শেখেনি, কথাও অস্পষ্ট।তবে তাতে কি? ইতিমধ্যেই শিখে নিয়েছে বহু ফুল, ফল, পশু, পাখি সহ বিভিন্ন রঙ এর নাম।জিজ্ঞেস করলেই গড়গড় করে বলেও দিতে পারছে।ছেলের এই কৃতিত্ব দেখে প্রথমে অবাক হয়ে যান বাবা-মাও।এরপরই ছোট্ট মৃগাঙ্কের প্রতিভার ভিডিও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর কাছে পাঠিয়ে দেন তাঁর বাবা।আর এতেই মেলে স্বীকৃতি।ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠে আসে শিলিগুড়ির এই প্রতিভাবান খুদের।
মৃগাঙ্কের বাবা মৃণাল শেঠ বলেন, ছেলে ৬-৭ মাসে কথা বলা শিখে যায়।হঠাৎ লক্ষ্য করি তাঁর সামনে যা কিছু বলা হচ্ছে সেটির উত্তর তখনি সে দিচ্ছে।এরপর একদিন ইন্টারনেট ঘাটতে ঘাটতে ইন্ডিয়া বুক অফ রের্কডের কথা জানতে পারি।সেখানে ছেলের সমস্ত তথ্য পাঠিয়ে দিই।এরপরই সংস্থার তরফে ছেলের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া হয়।ছেলের এই কৃতিত্বে খুশি বাবা মা সহ পরিবারের সকলেই।
Amar cheleo pare 29- 11- 2021 date of birth