পানিট্যাঙ্কি, ১৪ মার্চঃ করোনা ভাইরাসের জেরে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতেও শুরু হল কড়া সতর্কতা।
এদিন সীমান্তে সমস্ত গাড়ির চালক ও যাত্রীদের থার্মাল স্ক্যানিং শুরু করা হয়েছে।স্থানীয় ব্যবসায়ীরা তাদের ক্ষতি স্বীকার করেও দেশের স্বার্থে প্রশাসনের এই কাজকে পূর্ন সমর্থন জানিয়েছেন।তবে আজ রাত থেকেই ভারত-নেপাল সীমান্ত সীল হতে পারে বলে জানা গিয়েছে।