মালদা,২০ জুলাইঃ ৭ লক্ষ ভারতীয় টাকা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল বিএসএফ।সোমবার ধৃত তিন ব্যক্তিকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
বিএসএফ সূত্রে জানা গেছে, রবিবার রাতে মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে একটি মারুতি ভ্যান যাচ্ছিল।সেই সময় কর্তব্যরত ২৪নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের গাড়ি থামাতে বললে তারা পালানোর চেষ্টা করে।বিএসএফ তাদের পিছনে ধাওয়া করে মহদীপুর বিওপির কাছে তাদেরকে ধরে ফেলে।এদিকে জিজ্ঞাসাবাদের সময় তারা সদুত্তর দিতে পারেনি।গাড়ি তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় ৭ লক্ষ ৭ হাজার ৭০০ টাকার আসল ভারতীয় নোট ও তিনটি মোবাইল ফোন।
বিএসএফের সন্দেহ তারা চোরাই মাল কোথাও পাচার করার পর সেই টাকা নিয়ে অন্যত্র কোথাও যাচ্ছিল।সোমবার দুপুরে বিএসএফের ২৪নম্বর ব্যাটালিয়ন ধৃত তিন ব্যক্তি সহ টাকা ও মোবাইল ফোন ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়।ইংরেজবাজার পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতদের নাম দিলীপ মন্ডল, কৃষ্ণ মন্ডল ও নিখিল মন্ডল।বাড়ি কালিয়াচক থানা এলাকায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।