আলিপুরদুয়ার, ১২ এপ্রিলঃ বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গলে দেখা মিললো বিরল প্রজাতির ইন্ডিয়ান ঢোল।যাকে জঙ্গলি কুকুর নামেও জানা যায়।
সম্প্রতি বক্সা বাঘ বনে বন দফতরের পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পড়েছে ইণ্ডিয়ান ঢোলের ছবি।বুধবার একথা জানালেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি প্রবীণ কাসওয়ান।
ট্র্যাপ ক্যামেরার ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে বক্সার জঙ্গলে ইণ্ডিয়ান ঢোলের পরিবারের অস্তিত্ব রয়েছে।যা বাস্তুতন্ত্রের পক্ষে খুবই ভালো লক্ষণ।