শিলিগুড়ি, ১ মার্চঃ ফুটবল থেকে মুখ ফেরাচ্ছে নতুন প্রজন্ম।উত্তরবঙ্গের চা বাগান অধ্যুসিত এলাকাগুলিতে বহু প্রতিভা থাকলেও সঠিক সুযোগের অভাবে ফুটবল থেকে বঞ্চিত হচ্ছে তারা।
উত্তরবঙ্গের সেই সমস্থ প্রতিভাদের খোঁজ করে তাদের সঠিক জায়গায় প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহন করল ইন্ডিয়ান ফুটবল অ্যাকাডেমি।আজ শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে ৫ টি দল নিয়ে শুরু হল ‘উত্তরবঙ্গ কাপ’।
এদিন ‘উত্তরবঙ্গ কাপ’ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য,মহকুমা ক্রীড়া পরিষদের কার্যকারী সভাপতি নান্টু পাল।এদিন প্রথম খেলা বান্ধব সংঘ বনাম মহানন্দা স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।জানা গিয়েছে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার,শিলিগুড়ি,মালদা ও বালুরঘাটে এই খেলা অনুষ্ঠিত হবে।
ইন্ডিয়ান ফুটবল অ্যাকাডেমির সহ সভাপতি তনুময় বোস জানান,গোটা রাজ্যে দক্ষিনবঙ্গ,উত্তরবঙ্গ ও জঙ্গল মহল এই ৩টি জোনে এই খেলা অনুষ্ঠিত হবে।বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।