নকশালবাড়ি, ১৬ মার্চঃ ইন্ডিয়ান ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্কে দ্বিতীয় স্থান অর্জন করলো নকশালবাড়ির কোটিয়াজোতের কিশোর কৌশিক মিশ্র।খুশির হাওয়া পরিবারে।
জানা গিয়েছে, ছোটোবেলা থেকেই চিকিৎসক হত্তয়ার আশা নিয়ে প্রস্তুতি শুরু করে কৌশিক।এবছর ইন্ডিয়ান ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড পরীক্ষায় অংশ নেয় কৌশিক।এই পরীক্ষাতেই আসে সাফল্য। অল ইন্ডিয়া র্যাঙ্কে দ্বিতীয় স্থান অর্জন করে সে।আগামীদিনেও দেশের নাম উজ্জ্বল করার ইচ্ছে রয়েছে তার।ছেলের এই সাফল্যে খুশি পরিবারের সদস্যরা।এই খবর পেয়ে বাড়িতে গিয়ে কৌশিককে সংবর্ধনা জানান নকশালবাড়ি ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি পৃথ্বীশ রায়, যুব তৃণমূলের সভাপতি বিরাজ সরকার সহ অন্যান্যরা।
আগামীতে আন্তর্জাতিক পরীক্ষায় অংশগ্রহণ করবে কৌশিক।সেক্ষেত্রে দ্রুত পাসপোর্ট তৈরির জন্য সহযোগিতা চান কৌশিকের বাবা চন্দন মিশ্র।এদিকে কৌশিকের পাশে থাকার আশ্বাস দেন তৃনমূল কংগ্রেস সভাপতি পৃথ্বীশ রায়।