আলিপুরদুয়ার, ৩ ডিসেম্বরঃ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত(ইউপিএসসি)ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করলো আলিপুরদুয়ারের বাপ্পা সাহা।খুশির হাওয়া পরিবারে।
বাপ্পা সাহার বাবা গোপাল সাহা পেশায় রাজ মিস্ত্রি।সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী।নুন আনতে পান্তা ফুরোয় এই পরিবারের ছেলের এমন সাফল্যে গর্বিত পরিবার।মাত্র ২৩ বছর বয়সে তার এই সাফল্যে খুশি সকলেই।
আলিপুরদুয়ার শহর লাগোয়া দক্ষিণ মাঝেরডাবরির বাসিন্দা বাপ্পা।সরকারি গ্রামীন প্রাথমিক স্কুলেই পড়াশোনা শুরু হয়েছিল তার। এরপর সে ভর্তি হয়েছিল আলিপুরদুয়ারের গোবিন্দ হাইস্কুলে।সেখানেই বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে ২০১৬ সালে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বাপ্পা।পরবর্তীতে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্যাল নিয়ে দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার ইন্সটিটিউটে MSC-তে ভর্তি হয়েছিল বাপ্পা।
স্নাতকস্তর থেকেই পড়াশোনার পাশাপাশি চাকরির পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিল বাপ্পা।২০২২ এর জুন মাসে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ইন্ডিয়ান স্ট্যাটিসস্টিক্যাল সার্ভিস পরীক্ষা দেয় সে।সেখানে ভালো ফল করায় ১৯ ডিসেম্বর দিল্লির ইউপিএসসি ভবনে ইন্টারভিউ-এর জন্য ডাক আসে বাপ্পার।গত ২৮ শে ডিসেম্বর ফাইনাল ফল বের হয় দেখা যায় দ্বিতীয় স্থানাধিকারী হয়েছে বাপ্পা সাহা।মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ার গোবিন্দ হাইস্কুলে বাপ্পা সহাকে সংবর্ধনা জানান বিদ্যালয়ের শিক্ষকেরা।
