শিলিগুড়ি, ২৪ আগস্টঃ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ফি মুকুবের দাবিতে অনেকদিন থেকেই সরব হয়েছিল ভারতীয় ছাত্র ফেডারেশন।পাশাপাশি এই করোনা পরিস্থিতিতে কলেজে ভর্তির ফি মুকুবের দাবিও তুলেছিলেন তারা।
চলতি মাসের ১৩ তারিখে রাজ্য সরকারের তরফে কলেজে ভর্তির ফি ও ভর্তির আবেদন ফি মুকুবের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ১৩ আগস্টের আগেই প্রচুর ছাত্রছাত্রী কলেজের ফর্ম ফিলাপ করে।
ভারতীয় ছাত্র ফেডারেশন দার্জিলিং জেলা কমিটির তরফে জেলা সম্পাদক শঙ্কর মজুমদার জানান, যে সকল ছাত্রছাত্রী টাকা দিয়ে ফর্ম ফিলাপ করেছে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের খাতে থাকা গেমস রেজিষ্ট্রেশন ফি, রাজ্য সরকারের আওতায় থাকা টিউশন ফি সহ আরও বেশকিছু ফি মুকুবেরও দাবি রয়েছে তাদের।
সংগঠনের জেলা সভাপতি সাগর শর্মা জানান, ২৫ আগস্ট থেকে তারা বিভিন্ন কলেজগুলিতে এই দাবিতে স্মারকলিপি জমা দেবেন।তাদের আরও দাবি চা-বাগানের দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে রাজ্য সরকারকে দাড়াতে হবে। তাদের জন্য একটি প্যাকেজ ঘোষণা করে তা বাস্তবায়িত করতে হবে।