খড়িবাড়ি,২৪ আগস্টঃ প্রচুর পরিমাণে অবৈধ নেপালের সিগারেট উদ্ধার করল এসএসবি’র ১৯ নম্বর ব্যাটালিয়নের ধনতলা সমবায়ের জওয়ানেরা।নেপাল থেকে অবৈধভাবে এই সিগারেট নিয়ে আসা হচ্ছিল।ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেপাল-ভারত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই নেপালের সিগারেট উদ্ধার করে জওয়ানেরা।ধৃতের কাছ থেকে ১৩০ প্যাকেট নেপালের সিগারেট উদ্ধার করা হয়।ঘটনায় একটি বাইকও আটক করা হয়েছে।