শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ বুধবার সকালে দলীয় কর্মীদের নিয়ে ফুলবাড়ি ইন্দো-বাংলা বর্ডার পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষন সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন তিনি।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজ্যের সরকার বর্ডার এলাকায় অনেক জায়গায় কাঁটাতার লাগাতে না দেওয়ার কারণ হল বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী তৃণমূলের হয়ে ভোট দিতে আসে।এছাড়া রোহিঙ্গারাও রয়েছে।কাঁটাতার লাগালে ভোট কমে যাবে।বিজেপির সরকার আসলে যে জায়গায় কাঁটাতার লাগানো নেই সেখানে তার লাগানো হবে’।