খড়িবাড়ি, ১২ মার্চঃ উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডার পরিদর্শন করে ‘আমার গ্রাম’ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিন পানিট্যাঙ্কি সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে খোঁজখবর নেন রাজ্যপাল।সীমান্তে টোটোতে উঠে নেপাল ও ভারতের সীমানা নিয়ে এসএসবির কাছে তথ্য নেন তিনি।পরে গৌড়সিং জোত এসএসবি ক্যাম্পে ‘আমার গ্রাম’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি এসএসবি জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিন সাংবাদিক মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে ‘আমার গ্রাম’ কর্মসূচি।বিভিন্ন জনগোষ্ঠীর খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।ভুয়ো ভোটার নিয়ে যা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন নেবে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশী ক্যাম্প নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ায় উপাচার্য ও আচার্য নেবে বলে জানান তিনি।